শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ ৮৮ ইনভেশনস ইঞ্জিনিয়ারিং লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সাইফ পাওয়ারটেক এই কোম্পানিতে ১১ কোটি টাকা বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনভেশনস ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য প্রযুক্তি, টেলিকমিনিকেশন প্রকল্প ও তথ্য প্রযুক্তির সব ধরনের সেবামূলক ব্যবসা রয়েছে। সাইফ পাওয়ারটেক সহযোগী কেম্পানিতে ১১ কোটি টাকা বা মোট ইকুয়িটির ৫৫ শতাংশ বিনিয়োগ করবে। কোম্পানিটি মোট প্রকল্প ব্যয়, বার্ষিক রাজস্ব এবং নেট মুনাফা বাবদ ৭৫ কোটি, ১০০ কোটি এবং ২৪ কোটি টাকা ধরেছে।
কোম্পানিটি আরও জানায়, সাইফ পাওয়ারটেক রেভিনিউ জেনারেটিং ইউনিট প্রতিষ্ঠা করতে যাচ্ছে। যার নাম অয়েল এবং গ্যাস অপারেশন। কোম্পানিটি এই প্রকল্পে ৪৭৩ কোটি টাকা ব্যয় করলে বছরে কোম্পানির রাজস্ব আসবে ৪১৬ কোটি টাকা। এর মাধ্যমে কোম্পানির নেট প্রফিট দাঁড়াবে ৮৬ কোটি টাকা।
একুশে সংবাদ/বাবু
আপনার মতামত লিখুন :