AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জলবায়ু মোকাবিলায় এডিবি’র তহবিল ঘোষণা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০৩ পিএম, ১৩ অক্টোবর, ২০২১
জলবায়ু মোকাবিলায় এডিবি’র তহবিল ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের তহবিল দেয়ার কথা জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এডিবি’র প্রেসিডেন্টের বরাত দিয়ে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এজন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিশের উন্নত দেশগুলোকে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়ণ বাড়ানোর আহ্বানও জানানো হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এডিবি নিজস্ব তহবিল থেকে জলবায়ু খাতে ১০০ বিলিয়ন ডলার বরাদ্দ দেবে বলেও জানান এডিবি প্রেসিডেন্ট।

আরো বলা হয়েছে, ২০১৮ সালে এডিবি তার জলবায়ু খাতে ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছিল। যা পরবর্তীতে বেড়ে ৮০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে সংস্থাটি। আজকের ঘোষণা অনুয়ায়ী এই অর্থ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জকে মোকাবিলায় এডিবি প্রচেষ্টা অব্যাহত আছে।

বর্তমানে করোনা মহামারি এবং জলবায়ু সংকটের আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলা করে সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধারের জন্য সাহসী পদক্ষেপ নিচ্ছে।

একুশে সংবাদ / আল-আমিন 

Link copied!