বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ী ভাড়া ভাতার ১৫ শতাংশ বৃদ্ধি অর্জনের আনন্দে শালিখায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে। তারা এ অর্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় র্যালিটি উপজেলা সদর আড়পাড়া ডিগ্রী কলেজ শহীদ মিনার থেকে শুরু হয়ে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আলী আহসান, মোঃ অহিদুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাত হোসেন সিজার, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, মোঃ শাহাজাহান মৃধা বাবলু, মোঃ রইচ উদ্দিন তুষার, সুপার মোঃ আবুল হাসান, আবু দাউদ, সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান বিশ্বাস, সহকারী শিক্ষিকা পূর্ণিমা বিশ্বাস, শুম্ভু মৈত্র, মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

