AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় শীত আসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৫ পিএম, ২৫ অক্টোবর, ২০২৫

ঢাকায় শীত আসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চলতি বছর রাজধানী ঢাকায় শীত নামবে ডিসেম্বরের প্রথমার্ধে— এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় তাপমাত্রা দ্রুত কমে আসবে। এরপর ধীরে ধীরে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে শীত বিস্তার লাভ করবে।

তিনি বলেন, “ঢাকায় নভেম্বরের মধ্যে শীত তেমনভাবে অনুভূত হবে না। ডিসেম্বরের প্রথমার্ধ থেকে রাজধানীতে শীতের আবহ শুরু হবে।”

এদিকে আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, এ বছর শীতকাল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভোরবেলা ঘন কুয়াশা এবং শিশিরপাতের প্রবণতাও বাড়বে বলে জানিয়েছে অধিদফতর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!