টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টাকে কেন্দ্র করে, গাজীপুরে ধর্ষণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি এবং ইস্কন নিষিদ্ধের দাবি নিয়ে পটুয়াখালীর গলাচিপায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পৌর শহরের তহশিল অফিস জামে মসজিদ চত্বরে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তাওহীদী জনগণের উদ্যোগে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ সভার পর মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুফতি আবুবক্কার সিদ্দিক, ইসলামি আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন, গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাই, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম তানজিম প্রমুখ।
বক্তারা বলেন, যারা স্বাধীনতা ও সাম্যের অধিকারকে সম্মান করে বাস করে — তাদের প্রতি কোনো রকম নির্যাতন, অত্যাচার বা ভীতি-ধমকি যেন না করা হয়। যদি কোনো ধর্মীয় বা আদর্শিক গোষ্ঠী ধর্মকে ঢাল করে অন্যদের বিরুদ্ধে অপরাধে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সমাজে তাদের স্থান হতে পারে না বলেই তারা জানান।
প্রতিবাদে অংশ নেয়া বক্তারা বিশেষভাবে অভিযোগ তোলেন—টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা করার চেষ্টাসহ গাজীপুরে ঘটে যাওয়া ধর্ষণমূলক ঘটনাগুলো ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে দ্রুত ও দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করে। এছাড়া তারা হিন্দু উগ্র সংগঠন ইস্কনকে শাস্তির আওতায় আনা এবং অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

