বহুদিনের লাগামহীন ঊর্ধ্বগতির পর রাজধানীর সবজির বাজারে নেমেছে স্বস্তির ছোঁয়া। গত কয়েক মাস ধরে যে সবজিগুলোর দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ঘুরছিল, সেগুলোর দাম এখন কিছুটা কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে নেমে এসেছে। বিক্রেতারা বলছেন, বাজারে নতুন মৌসুমি সবজি উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে; শীত পুরোপুরি শুরু হলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় প্রায় সব ধরনের সবজিতেই দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
বর্তমানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, প্রতি কেজি পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, আর মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মিষ্টি কুমড়া, কচু ও লালশাকপ্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা শান্তিনগরের বাসিন্দা খোরশেদ আলম বলেন, “শেষ কয়েক মাস ধরে বাজারে সবজির দাম একেবারে হাতের নাগালের বাইরে ছিল। প্রায় সব সবজিই শত টাকার ঘরে ছিল। এখন অন্তত ৫০–৮০ টাকার মধ্যে বেশ কিছু সবজি পাওয়া যাচ্ছে, এটা কিছুটা স্বস্তিদায়ক।”
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, “গত কয়েক সপ্তাহে নতুন সবজি বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমেছে। শীতকাল আসতে থাকলে দাম আরও কিছুটা কমবে বলে আশা করছি।”
বিক্রেতাদের ভাষায়, বর্তমানে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার সবজিগুলো। যদিও কিছু সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকার ঘরে রয়ে গেছে, তবে সরবরাহ আরও বাড়লে দামে বড় পরিবর্তন আসবে বলেই ধারণা তাদের।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

