সংগঠনের প্রতি নিবেদন, আত্মত্যাগ ও দায়িত্ববোধ যখন সহযোদ্ধাদের ভালোবাসায় স্বীকৃতি পায়—তখন সেই মুহূর্ত হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ। ঠিক এমনই এক উষ্ণ পরিবেশ সৃষ্টি হয় সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম তানভীরের জন্মদিন উদযাপনকে ঘিরে।
সোমবার রাতে বনগ্রাম বিএনপি আঞ্চলিক কার্যালয়ে তানভীরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ছোট্ট কিন্তু স্নেহময় আয়োজন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, মোচনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা, মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিমেল খন্দকার, সাধারণ সম্পাদক আরিদুল মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদার, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “তুহিন ইসলাম তানভীর শুধু একজন ছাত্রনেতা নন; তিনি তরুণ সমাজকে সংগঠিত করতে, সঠিক পথে অনুপ্রাণিত করতে এবং দলকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন। তার মতো নিষ্ঠাবান নেতৃত্ব সংগঠনের জন্য একটি মূল্যবান সম্পদ।”
শুভেচ্ছায় আপ্লুত তানভীর বলেন, “আপনাদের ভালোবাসাই আমার শক্তি। সংগঠনের জন্য কাজ করতে পারাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠানটি পরিণত হয় এক উষ্ণ, আনন্দমুখর ও সম্মিলিত পরিবেশে। ব্যক্তিগত জন্মদিনের আনন্দ ছাপিয়ে এটি হয়ে ওঠে সংগঠনের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীক—যা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা যোগাবে তানভীর ও তার সহযোদ্ধাদের।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

