AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন



উলিপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের উলিপুরে ডক্টরস কমিউনিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। এটি ক্লিনিকের হলরুমে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার ও বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

ক্লিনিকের পরিচালক ও সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম লিখিত বক্তব্যে বলেন, “দীর্ঘ সময় ধরে সম্মানের সাথে আমাদের প্রতিষ্ঠান নিজ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষকে সেবা দিয়ে আসছে। সকল পর্যায়ের মানুষকে অতি স্বল্প মূল্যে সেবা দেওয়া আমাদের ধর্ম। আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে।”

অন্য পরিচালক ডাঃ নজরুল ইসলাম বলেন, “গত ২০ অক্টোবর মিথিলা নামে এক রোগীনি বাচ্চা প্রসবের জন্য আসেন। তাৎক্ষণিক চিকিৎসক, সহকারী ও নার্স রোগীনিকে পরীক্ষা নিরীক্ষা করে জানান, গর্ভস্থ শিশুর হার্টবিট বেশি এবং রোগীনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল। রোগীনির আত্মীয়-স্বজনকে দ্রুত সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেওয়া হলেও তারা নরমাল ডেলিভারির পক্ষে মত দেন। কর্তৃপক্ষ তাদের মতামতের গুরুত্ব দিয়ে সন্ধ্যা ৬ টার দিকে ইপিসিওটমির মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করে।”

তিনি আরও জানান, গর্ভবতী মায়ের দীর্ঘক্ষন প্রসব ব্যথা ও জরায়ুর সংকোচনজনিত কারণে শিশুর অবস্থা খারাপ হতে থাকে। প্রসবের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। প্রসবদ্বারের কাটা (ইপিসিওটমি) সম্পর্কে তিনি বলেন, “মেডিকেল নিয়ম অনুযায়ী পেরিনিয়ামে যা করার প্রয়োজন তাই করা হয়েছে। এই ইপিসিওটমি না জানার কারণে সাধারণ মানুষের মধ্যে অপপ্রচার চালানো হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে ডাঃ লোকমান হাকিম বলেন, “কিছু মানুষের উস্কানীতে আমাদের ক্লিনিকের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। আমরা জনগণের মাঝে বিষয়টি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!