মাদারীপুরের শিবচর উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিবচর কলেজ মোড়, পাঁচ্চরসহ উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন শতাধিক মোটরসাইকেল, ইজিবাইক এবং প্রাইভেটকার শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকধারী মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, উপজেলা মুজাহিদ কমিটির সদর আব্দুস সালাম, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, প্রচার ও দাওয়াবিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদার, ইসলামী ছাত্র আন্দোলন শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রার্থী মাওলানা আকরাম হুসাইন বলেন, “ইসলামী শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। শিবচরে আমাদের অবস্থান খুবই ভালো। আশা করি জনগণ আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ নতুন দিগন্তের সূচনা করবে। দল-মত নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।”
শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

