AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে সীমান্ত সুপারশপ ক্যান্টিন উদ্বোধন: উপকৃত হবেন জোন সদস্য ও স্থানীয়রা



বাঘাইছড়িতে সীমান্ত সুপারশপ ক্যান্টিন উদ্বোধন: উপকৃত হবেন জোন সদস্য ও স্থানীয়রা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি)–এ জোনস্থ সীমান্ত সুপারশপ ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই সুপারশপ ক্যান্টিনের উদ্বোধন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর এম. শাহিনুর রহমান (পদাতিক), জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা (এএমসি), দপ্তরের অন্যান্য কর্মকর্তা, উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “এই সীমান্ত সুপারশপ ক্যান্টিন চালু হওয়ায় জোনের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও প্রয়োজনীয় পণ্য সহজে ও সাশ্রয়ী দামে ক্রয় করতে পারবেন। এতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে নতুন মাত্রা যোগ হলো।”

অনুষ্ঠানের শেষে জোন কমান্ডার ক্যান্টিনের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং সুপারশপটির সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!