AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগরে মাছ শিকারে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ লালমোহনের ১৩ জেলে


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৮:০৮ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

সাগরে মাছ শিকারে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ লালমোহনের ১৩ জেলে

ভোলার লালমোহন উপজেলায় ১৩ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা উদ্বেগ ও দুঃখে ভুগছেন।

গত ১০ নভেম্বর, ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির মা-বাবার দোয়া নামে একটি ট্রলিং বোটে জেলেরা মাছ ধরতে রওনা দেন। সাধারণত যাত্রার ৬ দিনের মধ্যে তারা তীরে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার— মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজিব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার— আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।

পরিবার ও স্থানীয়রা প্রতিদিন তাদের নিরাপদে ফেরার জন্য প্রার্থনা করছেন এবং প্রশাসনের মাধ্যমে খোঁজ চালানোর চেষ্টা করছেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!