গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় দৈনিক ভোরের চেতনা-র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব সাদুল্লাপুর কার্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ভোরের চেতনার উপজেলা প্রতিনিধি মোঃ মোজাহিদুল ইসলাম (বিপ্লব) সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল, সাধারণ সম্পাদক ও মাইটিভি উপজেলা প্রতিনিধি শাহীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, এবং সাদুল্লাপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্যরা—আনোয়ার হোসেন মাসুদ, সাব্বির হোসেন, উজ্জল আকন্দ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার, কিশামত শেরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আহসান পলাশসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কেক কেটে জাতীয় দৈনিক ভোরের চেতনা-র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

