মাদারীপুরের ডাসারে একাধিক গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার ভোর ৬টা থেকে গোপালপুর এলাকার ঢাকা–বরিশাল মহাসড়কে তারা এ অবরোধ কার্যক্রম শুরু করেন। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে সড়ক থেকে গাছ অপসারণ করলে আবারও ঢাকা–বরিশাল রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, “ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সটকে পড়ে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে জড়ো হন।
তাদের নেতৃত্বে সড়কের পাশের গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে মীর গোলাম ফারুক ও এনায়েত হোসেন হাওলাদার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যও দেন। তারা আরও ঘোষণা দেন— ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়া হবে।
সড়ক অবরোধের চার ঘণ্টা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
ওসি মামুন আল রশিদ আরও জানান, “সকাল ১০টার দিকে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করা হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

