গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “এদেশের আলেম-ওলামাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।”
শনিবার (১৫ নভেম্বর) রাতে মুকসুদপুরের নারায়ণপুর তালুকদার পাড়া ফকিরবাড়ি খানকা শরীফে গরিবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাকে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী—আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আপনাদের সুখ-দুঃখের কথা বলতে জাতীয় সংসদে পাঠাবে।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবেই। গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

