নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজীপুরা গামী সড়কে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন বিস্ফোরকদ্রব্যসহ ৮ জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটে ১১ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ৪:১৫ ঘটিকায়। ১২ নভেম্বর (বুধবার) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিনের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন, এসআই আসাদুজ্জামান, এসআই হাসনাইন আহমেদ, এএসআই আরিফুজ্জামান, এএসআই মোঃ মোমেন মিয়া, এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
আটককৃতরা হলেন:মোসাঃ বীনা আক্তার (৫৬), কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি, নরসিংদী জেলার মাধবদী থানার খামারদী এলাকার মৃত হারুনুর রশিদ মোল্লার স্ত্রী, আমিনুল ইসলাম (২০), নরসিংদী জেলার মাধবদী, রহিমদী এলাকার শহিদুল্লাহর ছেলে, আপন (১৯), নরসিংদী জেলার মাধবদী, রহিমদী এলাকার মোঃ মনির হোসেনের ছেলে, মোঃ অনিক (১৯), মাধবদী উপজেলার রহিমদী এলাকার আল আমিন মিয়ার ছেলে,নিলয় (১৯), আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে, জাকির হোসেন (১৯), আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার ছেলে, নাজমুল (১৯), আড়াইহাজার কল্যান্দী এলাকার মোঃ ইউসুফ মিয়ার ছেলে, ইয়ামিন ইসলাম (২০), আড়াইহাজার কল্যান্দী বালিয়াপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে, সালমান (১৯), আড়াইহাজার উপজেলার কল্যান্দী এলাকার ছেলে ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠি-শোঠাসহ একত্রিত হয়ে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি করার ষড়যন্ত্র করছিল। তারা রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল এবং ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মোসাঃ বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার সঙ্গে যুক্ত ৩টি হত্যা মামলা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

