বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাগুরার শালিখায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন। দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের শালিখা উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াছ হোসেন এবং মাগুরা সদর উপজেলার সমন্বয়কারী শিউলি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. হুসাইন শিকদার, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মণ্ডল ও শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডিএমআইই পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ, গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

