AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা



হাসান মামুন ছাড়া কেউ নয়, দশমিনা-গলাচিপা বিএনপির ঐক্যবদ্ধ ঘোষণা

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী বা জোটকে মানবে না—এটি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল জনসভা ছিল এই সংকল্পের সাক্ষী।

বক্তারা বলেন, পটুয়াখালী-৩ আসনের নেতা-কর্মীরা বহু বছর দুঃসময়ের ঝড়ঝাপটা পেরিয়ে দলের পতাকা উঁচিয়ে রেখেছেন। এবার আমরা চাই, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাসান মামুনকেই ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হোক। অন্য কোনো জোট বা ভাড়াটে রাজনীতিককে এই অঞ্চলের মানুষ মানবে না।

সভায় আরও বলা হয়, “দশমিনা-গলাচিপা বিএনপি আজ আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের একটাই দাবি—হাসান মামুনকেই প্রার্থী করা হোক; নইলে কোনো বিকল্প প্রার্থী বা আপস মেনে নেওয়া হবে না।”

এদিকে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পটুয়াখালী-৩ আসনে প্রার্থীর নাম ‘হোল্ড’ রাখায় চলছে নানান আলোচনা। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসনটি গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক। সাধারণ সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সহসভাপতি অ্যাডভোকেট ওহাব চৌধুরী, সহসভাপতি মোফাজ্জেল হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক শাহ আলম শানু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল প্রমুখ।

বক্তারা ও হাজারো নেতা-কর্মী ঐক্যবদ্ধ কণ্ঠে ঘোষণা দেন—“হাসান মামুন আমাদের প্রার্থী, তাকে নিয়েই ধানের শীষের বিজয়ের লড়াই লড়ব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!