AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা



জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন উদযাপন করেছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। অনুষ্ঠানে হাতি ও ঘোড়ার গাড়িে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা স্লোগান দেন।

কর্মসূচির মধ্যে ছিল—জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রোববার (৯ নভেম্বর) উপজেলার বলাইখা এলাকায় আল্লাহর দান আড়তে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য রাখেন—নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন,বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন ছিল, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে তাঁকে জাতীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি সেই ক্রান্তিময় সময় থেকে উত্তরণ ঘটিয়ে দেশে বহুতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী নবধারার রাজনীতি সূচনা করেন।

এরপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শুরু হয় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা থেকে এবং গোলাকান্দাইল গোল চত্বর প্রদক্ষিণ শেষে তাঁত বাজার মার্কেটের সামনে শেষ হয়। শোভাযাত্রায় ব্যান্ডদল সহ হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দেন এবং ভুলতা এলাকা মুখরিত করে তোলে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!