গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল তিনজন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে এলাকাবাসী তাদের ধরে মারধর করলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে; পরিচয় নিশ্চিত হওয়ার পর গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

