কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ২০২৫–২৬ অর্থবছরের ভিজিডি (বিডব্লিউবি) কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হুমায়ুন কবীর ছক্কু।
এ সময় ভিজিডি প্রকল্পের আওতায় ৯০০টি উপকারভোগী পরিবারের প্রত্যেককে দুই মাসের জন্য মোট ৬০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল পেয়ে উপকারভোগী মোছা. সুরুফা খাতুন, স্মৃতি বেগম ও আফরোজ খাতুন বলেন, “আমাদের চেয়ারম্যান টাকা ছাড়াই কার্ড দিয়েছেন, এখন আবার নিজ হাতে চাল দিচ্ছেন—আমরা খুব খুশি।”
অন্য এক কার্ডধারী হাজেরা খাতুন বলেন, “আমাদের চেয়ারম্যান ফিরে এসেছেন, এখন আর কষ্ট হবে না। এই অভাবের সময়ে চাল পেয়ে ছেলে-মেয়ে নিয়ে বাঁচতে পারব।”
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে