দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পরিচিত মুখ, প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. সমির সাহা (এস. কে. সাহা) চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিন দিন আগে পুনরায় বুকের ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। শনিবার দুপুর ২টার দিকে অপারেশনের প্রস্তুতি চলছিল, এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
ডা. সাহা পেশাগত জীবনে ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে জোহানেসবার্গে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
একুশে সংবাদ/এ.জে