উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “দিনাজপুর জেলা পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে মো. হাফিজুর রহমান ইকবালকে আটক করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে।”
তার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, “এ মুহূর্তে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে বিস্তারিত জানা গেলে জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর উপজেলার কাটলা এলাকায় অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন।
একুশে সংবাদ/এ.জে