"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শেষে ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নজিপুর পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শেখ রাব্বি আজিজ বিন আশরাফ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ // র.ন