কুমিল্লার তিতাসে রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন উপজেলার গাজীপুর খাঁন সরকারি মডেল বহুমুখী হাইস্কুল ও কলেজে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকা গ্রহণে উৎসাহিত করা প্রয়োজন।"
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামান আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে