পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, “এই টিকা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবার অবশ্যই নিশ্চিত করতে হবে যে, শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান করা হবে।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ জানান, উপজেলায় মোট ১২০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩,৩০৮ জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে প্রায় ৬,৫৫৯ জন শিশু টিকা গ্রহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এ কর্মসূচি চলমান থাকবে এবং লক্ষ্য অনুযায়ী উপজেলার সকল শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

