নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
মনোহরদী থানায় দায়ের করা লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে রিক্রুটিং এজেন্সির ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।
গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে এসে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে পরিবারসহ ঢাকায় চলে যান। রবিবার সকালে আলম মিয়ার ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে জানায়, তাদের বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে আলম মিয়া দ্রুত বাড়িতে ফিরে এসে দেখতে পান, মূল গেটের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ আসবাবপত্র তছনছ করা হয়েছে।
চোরেরা ঘরে থাকা ইলেকট্রনিক্স সামগ্রী, মূল্যবান মালামাল এবং আলমারিতে রাখা প্রায় ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, শুক্রবার থেকে রবিবার রাতের মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়।
খবর পেয়ে রবিবার সকালে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল আকন্দ বলেন, “চুরির ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে