AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৬:৩৮ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় রবিবার (১২ অক্টোবর) বিশাল গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কালাই ও আশপাশের ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে হাট-বাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় সাধারণ জনগণের মাঝে ৩১ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনিছুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-০২ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লড়াই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছরে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার সুযোগ সৃষ্টি করবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনের আগে গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক ও সচেতন থাকতে হবে।”

গণমিছিল শেষে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যেখানে ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, যুব সমাজের কর্মসংস্থানসহ রাষ্ট্রীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এফতাদুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আবদুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

স্থানীয় নেতারা জানিয়েছেন, এই আয়োজনের মধ্য দিয়ে কালাই উপজেলায় বিএনপির রাজনীতি আবারও সচল ও সংঘবদ্ধ হয়েছে এবং আগামী দিনে ৩১ দফা দাবিকে ঘিরে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!