মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুই জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ পারভেজ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে মশদগাঁও মাদ্রাসায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে দুইজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. নূর হোসেন
২. পারভেজ
অভিযান পরিচালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের একটি দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশ প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে