বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’ বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) মুকসুদপুর পৌর ছাত্রদলের উদ্যোগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রভাকরদী গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর নির্দেশনায় এবং তার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী নেতৃত্ব দেন, এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।
পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা প্রস্তাব জনগণের মাঝে তুলে ধরার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করা হবে। সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।”
একুশে সংবাদ/এ.জে