জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামে হারুনুর রশিদ হাবিব (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, হারুন রাত ২টার দিকে বাড়ি থেকে বের হন। ভোর ৬টার দিকে তার মামী রান্নাঘরে গিয়ে দেখেন, ঘরের বারান্দায় হারুন ফাঁসিতে ঝুলে আছে। দ্রুত আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
হারুনুর রশিদের বাবা মোহাম্মদ আলী মাখন জানান, তার ছেলের নেশার অভ্যাস ছিল। হারুন কোন অভিযোগ ছাড়াই এই ঘটনা ঘটিয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়েছে। সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে