AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সার না পেলে বালিয়াডাঙ্গীর ইউএনও-কৃষি অফিস ঘেরাও হুমকি



সার না পেলে বালিয়াডাঙ্গীর ইউএনও-কৃষি অফিস ঘেরাও হুমকি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তীব্র সার সংকটের কারণে আলুচাষিরা জমিতে সময়মতো আলু রোপণ করতে পারছেন না। পকেটে টাকা থাকলেও ডিলারদের কাছ থেকে সার না পেয়ে কৃষকেরা দিনের পর দিন ঘুরতে বাধ্য হচ্ছেন।

রোববার (১২ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর আয়োজনে আয়োজিত মানববন্ধনে বিক্ষুব্ধ কৃষকেরা অভিযোগ করেন, সার না মিললে তারা উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করবেন।

মানববন্ধনে কৃষক সেকেন্দর আলী বলেন, “ডিলাররা মাসে মাত্র এক দিন সার দেওয়ার বাহানা দিচ্ছে। বাকি ২৯ দিন কৃষকেরা কোথায় সার পাবে?”
পাড়া গ্রামের কৃষক আমিনুর রহমান যোগ করেন, “সারের জন্য ঘুরতে ঘুরতে ফসল পিছিয়ে যাচ্ছে এবং ফলন কমছে। কৃষকের কথা ভাবার কেউ নেই।”

খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম জানান, ২০২৩ সালের প্রজ্ঞাপনে বলা আছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দকৃত সারের ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি বাস্তবায়ন হলে সারের সংকট কমবে।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী ও খুচরা সার বিক্রেতা হাসান আলীসহ সার সংকটে ভুক্তভোগী কৃষকরা বক্তব্য দেন এবং অবিলম্বে সারের সুষ্ঠু বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!