গোপালগঞ্জের মুকসুদপুরের গোপিনাথপুর গ্রামে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। ১৪ দিন আগে জোহর নামাজ শেষে গ্রামের লতিফ ফরাজীর একমাত্র জীবিকার ভ্যানগাড়ি চুরি হয়ে যায়। দিশেহারা অবস্থায় পরিবারসহ তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
এই খবরে মানবিক উদ্যোগ নেন চা বিক্রেতা আনোয়ার শেখ। তিনি দোকানে বসে গ্রামের মানুষের কাছ থেকে তহবিল সংগ্রহ শুরু করেন। গ্রামের স্বনামধন্য ব্যক্তি, যুবক ও দিনমজুররা এগিয়ে এসে মাত্র কয়েক দিনের মধ্যে সংগ্রহ করেন ৭২,৬০০ টাকা। এই অর্থে লতিফ ফরাজীর জন্য নতুন ভ্যানগাড়ি কেনা হয়।
লতিফ ফরাজী বলেন, "আমি ভেবেছিলাম জীবন থেমে যাবে, কিন্তু আজ বুঝলাম মানুষের মধ্যে এখনও ভালোবাসা ও মানবতা বেঁচে আছে। সবাই আমার পাশে দাঁড়িয়েছে, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।"
আনোয়ার শেখ বলেন, "আমি শুধু শুরু করেছিলাম, মানুষই কাজটি পূর্ণ করেছে। আমরা সবাই মিলে একজন মানুষের মুখে হাসি ফিরিয়ে এনেছি।"
স্থানীয়রা উল্লেখ করেছেন, এই উদ্যোগ গোপিনাথপুরে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ/এ.জে