গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব জনগণের মাঝে প্রচার করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌর যুবদলের উদ্যোগে বিশ্বরোড কলেজ মোড়, সরকারি মুকসুদপুর কলেজ গেইট ও সদর বাজারে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
লিফলেট বিতরণে মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন নেতৃত্ব দেন। এসময় যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, মোঃ আমিনুল ইসলাম আমিন, মোঃ হানিফ মুন্সি, এবং অন্যান্য যুবদল নেতৃবৃন্দসহ তাজু সরদার, মজনু শেখ, মামুন শেখ, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, কামরুল মল্লিক, দুলাল হোসেন ও নিলু মিয়া উপস্থিত ছিলেন।
আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন বলেন, “তারােক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে