সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুয়া জুলাই যোদ্ধাদের নাম সরকারি তালিকা থেকে বাতিলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলার জুলাই যোদ্ধাদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইশরাত জাহান এশা, সাবেক সদস্য সচিব শেখ রিয়াদ এবং তালিকা থেকে বাদ পড়া আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্না বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব কেএম শুভ, সংগঠনের উপজেলা সাবেক সদস্য সচিব সীমান্ত তালুকদার, যুগ্ম সদস্য সচিব কেএম রাফি, সদস্য রুহুল, এস. এম. আব্দুল্লাহ তুশার, সুমন, সিজানসহ অনেক জুলাই যোদ্ধা।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচয়ে ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে মো. ইমরুল হাসান ও মো. জাহিদ হাসান রাতুলকে অন্যায়ভাবে ভাতা প্রদান করা হচ্ছে, যা প্রকৃত যোদ্ধাদের প্রতি অবিচার। তারা অবিলম্বে এই ভাতা বন্ধ ও তালিকা পুনঃপরীক্ষার দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে