AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:০৭ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

কালাইয়ে উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

"আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই অঙ্গীকারকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কন্যাশিশুদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দেন। তারা বলেন, কন্যাশিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে তাদের যথাযথ শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করতে হবে। কোনোভাবেই তাদের প্রতি অবহেলা বা বৈষম্য চলবে না।

বক্তারা আরও বলেন, একটি জাতি তখনই এগিয়ে যেতে পারে, যখন তার প্রত্যেকটি শিশু—ছেলে বা মেয়ে—সমান সুযোগ পায় বিকাশের। আজকের কন্যাশিশুরাই আগামীর নেতৃত্বে আসবে। তাই তাদের আত্মবিশ্বাস, সাহস ও সক্ষমতা তৈরির জন্য প্রয়োজন পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত সহযোগিতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার প্রতিনিধি, স্থানীয় ব্র্যাক ও অন্যান্য এনজিও সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ। অতিথিরা কন্যাশিশুদের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। আলোচনার মাঝে উঠে আসে সমাজে প্রচলিত কুসংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতার কারণে কন্যাশিশুরা কীভাবে বঞ্চনার শিকার হয় এবং তা থেকে উত্তরণের পথ কী হতে পারে। নারী উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!