জামালপুরের বকশীগঞ্জে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শহিদুল্লাহ শেখ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, সোমবার বিকেলে নিজের বাড়ির পাশে একটি আমগাছের ডাল কাটার জন্য গাছে উঠেছিলেন শহিদুল্লাহ। এ সময় পা পিছলে গাছ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে