AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে সংস্কৃতিকর্মী শামীম গ্রেফতার


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৪:১৯ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে সংস্কৃতিকর্মী শামীম গ্রেফতার

ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে ময়মনসিংহে কবি, সংস্কৃতিকর্মী ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩৮)–কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি নগরীর দুর্গাবাড়ী রোড এলাকায় ‘গ্রাফিটি’ নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের মালিক এবং সাংস্কৃতিক সংগঠন ‘পরম্পরা’র সভাপতি।

সোমবার (৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ধর্ম নিয়ে কটুক্তির ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, “বেহেশত নিয়ে শামীম আশরাফের অবমাননাকর মন্তব্যে মুসলিম সমাজ মারাত্মকভাবে আহত হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার উপযুক্ত শাস্তির দাবিতে থানায় অভিযোগ দিয়েছি।”

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মহিদুল ইসলাম বলেন, “ধর্ম অবমাননাকর মন্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “মামলায় আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে শামীম আশরাফ নিজের ফেসবুক পোস্টে ‘শামীম চৌধুরী’ নামের এক ব্যক্তির মন্তব্যের জবাবে বেহেশত নিয়ে কটুক্তি করেন। পরে মন্তব্যটি ভাইরাল হলে ধর্মপ্রাণ মানুষ ফেসবুকে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এদিকে, সোমবার দুপুরে নগরীর বড় মসজিদের সামনে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৌহিদী ছাত্র জনতা সমাবেশ করে। সমাবেশে বক্তারা শামীম আশরাফকেও বিচারের আওতায় আনার দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!