“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
বুধবার (৮ অক্টোবর) সকালে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রবীণ ব্যক্তিবর্গ।
আইএসএইচসি হাসানহাটা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকী।
রিকের সাব–ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নবীন সদস্য শামিয়া আক্তার দিবা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাশরুর খান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানা, বিভিন্ন (আইএসএইচসি) ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একুশে সংবাদ/এ.জে