নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর পেরাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশক্রমে নতুন এডহ্ক কমিটি নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ের স্কুল কর্মদিবসের প্রারম্ভিক সময়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন এবং সকল শিক্ষকের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সরকারি নীতিমালা মোতাবেক স্কুলের এডহ্ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পেরাবো এলাকার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ আল মাহমুদ মনি। শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারি শিক্ষক মোঃ বশীর আহমেদ এবং অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আবু মুসা মিয়া।
বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত এডহ্ক কমিটির নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আনন্দঘন ও মুখর পরিবেশ বিরাজ করে। উপস্থিত সকলে দল-মত নির্বিশেষে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে