‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১৩টি উপজেলায় মোট ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যেই ৩১ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হবে।
এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ১ ডোজ টিসিভি (TCV) টিকা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভিলেন্স ইম্যুনাইজেশন কর্মকর্তা ডা. আজিজুল হক তানজিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. রুহুল আমীন এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, “টাইফয়েড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অভিভাবকদের অনুরোধ, নির্ভয়ে সন্তানদের টিকা প্রদান করুন। সরকারের এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
একুশে সংবাদ/এ.জে