‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) তানোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হল রুমে কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, কথা শোনা ও স্বপ্ন পূরণে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি কন্যা শিশুকে সুরক্ষা ও সম্মানের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তাদের সমান পরিবেশ ও সুযোগ নিশ্চিত করে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সকলে মিলে এমন একটি সমাজ গড়তে হবে যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য জাকির হোসেন, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক এইচএম. ফারুকসহ অনেকে।
একুশে সংবাদ/এ.জে