AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় কন্যাশিশু দিবস গৌরীপুরে পালিত


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০২:২৩ পিএম, ৮ অক্টোবর, ২০২৫

জাতীয় কন্যাশিশু দিবস গৌরীপুরে পালিত

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে হাফসা বেগম কোরআন তেলাওয়াত করেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্‌প)-এর উদ্যোগে স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইরিন পারভীন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!