ঝিনাইদহের আলোচিত এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা রাজবাড়ীর লিয়াকত শেখ (৪২) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঢাকা জেলার ধামরাই উপজেলার চরডাউটিয়া এলাকায় র্যাব-১০ এর আভিযানিক দল র্যাব-৪ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত লিয়াকত শেখ ওরফে লিয়া রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকার মো. রহমত শেখের ছেলে। র্যাব নিশ্চিত করেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয়টি মামলা রয়েছে।
র্যাবের তথ্যমতে, ২০১১ সালের ২৩ আগস্ট ঝিনাইদহ শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা পরে নিহত উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামের বলে শনাক্ত হয়। পরদিন সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পাশে একটি ডোবা থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, সরকারি অস্ত্র ও মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মামলায় ২০২৫ সালের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি লিয়াকত শেখকে দণ্ডবিধির ৩৯৬ ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেন।
র্যাবের তথ্যপ্রযুক্তিনির্ভর গোয়েন্দা তৎপরতায় পলাতক ওই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত লিয়াকত শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে