AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে এসডিজি লোকালাইজেশন ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত



উলিপুরে এসডিজি লোকালাইজেশন ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) ইউনিয়ন পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের দি বেস্ট মডেল একাডেমি চত্বরে ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায়, হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টরের স্বেচ্ছাসেবক আব্দুল ওহাব। সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক। এতে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টরের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল, রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, ইউপি সদস্যরা: রাজ্জাকুল ইসলাম, আমিনুর ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রব রানু, সাইফুর রহমান, সংরক্ষিত নারী সদস্যরা: মোর্শেদা বেগম, ইতি বেগম, স্বাস্থ্য সহকারী আয়নাল হক, মাসুদ রানা, পরিবার কল্যাণ সহকারী শাহনাজ পারভীন, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।

নারী ইউপি সদস্য তছলিমা বেগম ও সমাজকর্মী পপি রাণী বলেন, “প্রথমে আমরা গ্রামে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি এবং সোশ্যাল ম্যাপ করেছি। ম্যাপের মাধ্যমে এলাকা ভিত্তিক সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে। আমাদের হাতিয়া ইউনিয়নে তৃণমূল পর্যায়ে এত সমস্যা রয়েছে, যা এই প্রজেক্টের মাধ্যমে জানতে পেরেছি। পরে এই সমস্যাগুলো ওয়ার্ড পর্যায়ের কর্মশালায় অগ্রাধিকার ভিত্তিতে নির্ণয় করা হয়েছে। সমস্যাগুলো সমাধান হলে আমাদের ইউনিয়নের মানুষ উপকৃত হবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।”

উল্লেখ, ইউএনডিপি ও দি হাঙ্গার প্রজেক্টরের সহায়তায় খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি লোকালাইজেশন) বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!