চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে আবদুল হাকিম প্রাইভেটকারে নিজের গরুর খামার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম হাটহাজারী উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।
একুশে সংবাদ/এ.জে