রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৪ নং রূপকারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় রূপকারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূর্বঘোষিত জনসংযোগ কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম ছিল।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক সহ উভয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ।
নেতৃবৃন্দরা বলেন, ৩১ দফা বাস্তবায়ন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান এবং সুন্দর রাষ্ট্র গঠনে বিএনপির ওপর আস্থা রাখার গুরুত্ব জনগণকে বুঝিয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য।
একুশে সংবাদ/এ.জে