মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জোবি-মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তারা বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হাইওয়ে সড়কের পাশে অবস্থিত একটি খাবারের হোটেলকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে দণ্ডিত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তা ও ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা, এবং গজারিয়া থানার পুলিশ।
তিতাসগ্যাস কর্তৃপক্ষ জানায়, বাউশিয়া এলাকায় এটি উপজেলা সর্ববৃহৎ চুনাপাথর কারখানা। পূর্বে কারখানার অবৈধ চুল্লি ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু প্রভাবশালী মহলের সহযোগিতায় পুনরায় চালু হয়েছে। শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে সংযোগ ব্যবহার করা হচ্ছে।
ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও তিতাসগ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন, কারখানার মালিক ও জমির মালিকের নাম উল্লেখ করে গজারিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে