"একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে"—এমন প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে জেলা সমাজ সেবা অধিদপ্তর। অনুষ্ঠানটি সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, প্রফেসর জেড এম ফারুকী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরীফ হোসেন প্রমুখ।
আলোচনা সভার পর দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
একুশে সংবাদ/এ.জে