AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে ইসলামী ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:৫৩ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

কালাইয়ে ইসলামী ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট, স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ ও সার্বিক ব্যাংকিং অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার পাঁচশিরা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালাই শাখার সামনে “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কালাই” আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক গ্রাহক, চাকরিপ্রত্যাশী, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

প্রতিবাদে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, দেশের মর্যাদাশীল এই ব্যাংকটি বর্তমানে একটি প্রভাবশালী গোষ্ঠীর দখলে পড়ে গেছে। তারা দাবি করেন, এস আলম গ্রুপের মত শক্তির কারণে ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে; তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এতে সাধারণ আমানতকারীরাও অনিশ্চয়তায় পড়ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার কোনো মূল্য থাকে না; দলীয় স্বার্থ, তদবির ও অনবধানের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে তরুণ সমাজ হতাশায় পড়েছে এবং ব্যাংক ব্যবস্থাপনায় আস্থা কমেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন— চাকরিপ্রত্যাশী আমিরুল ইসলাম, মো. রানা মিয়া, স্থানীয় ব্যবসায়ী ফিতা মিয়া, সমাজকর্মী আব্দুল আলীম, গ্রাহক খাইরুল ইসলাম, এনামুল হক ও আব্দুল হাকীম প্রমুখ। তারা সরকারের কাছে দাবি জানান— অবিলম্বে ব্যাংকটির আর্থিক কার্যক্রম তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হোক।

আয়োজকরা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির পথে যেতে তারা বাধ্য হবেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!