আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও প্রথমবারের মতো টাইফয়েডের প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৮ কর্মদিবস চলবে এই ক্যাম্পেইন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থী ও শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে।
জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু ও শিক্ষার্থীর মধ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪১ হাজার ৮৩৮ শিক্ষার্থী এবং ১ লাখ ৫৫ হাজার ৬৬২ রেজিস্ট্রেশনধারী শিশু এই টিকা পাবে। ক্যাম্পেইন চলবে ১০ দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৮ দিন কমিউনিটিতে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ সুমন ক্যাম্পেইন সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসুয়া বড়–য়া। জেলা তথ্য অফিসার অরূপ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এছাড়া স্থানীয় সরকার, ইসলামিক ফাউন্ডেশন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের মাধ্যমে শিশু ও শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষা এবং টাইফয়েডের প্রাদুর্ভাব প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে